অনেকেরই ধারণা স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দিলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হয় না স্বামীর; আবার অনেকেই প্রশ্ন করে থাকেন স্ত্রী কর্তৃক তালাক দিলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কি?
ইসলাম ও আইনের বিধান হলো দেনমোহরের সাথে তালাকের কোন সম্পর্ক নেই। বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথেই দেনমোহর কার্যকর। দেনমোহর স্ত্রীর একটি অধিকার; এটি মাফ করার বিধান স্ত্রী ব্যতীত অন্য কারো নেই। বিবাহ সম্পন্ন হওয়ার পরক্ষণেই দেনমোহর পরিশোধ করতে হয়, যদিও আমাদের দেশে এর প্রচলন কম। পাওনাদার তথা স্ত্রী বিলম্ব মেনে নিলে বা মাফ করে দিলে ভিন্ন কথা। তবে পাওনাদার বা স্ত্রী দেনমোহর দাবি করলে অবশ্যই তা স্বামীকে পরিশোধ করতে হবে। যথাসময়ে বা বিবাহ বলবদ থাকা অবস্থায় যদি দেনমোহর পরিশোধ করা না হয়, তবে তালাকের তিন বৎসরের মধ্যে দেনমোহর সমুদয় দাবি করে উপযুক্ত আদালতে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। তালাক স্বামী বা স্ত্রী যিনিই প্রদান করুক না কেন স্বামীকে সমুদয় দেনমোহর পরিশোধ করতে হবে, কারণ স্ত্রী তার স্বামীর নিকট থেকে বিবাহের দিনই দেনমোহর পাওনা হন। তবে, বিবাহের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে মিলন তথা সহবাস না হয়, এরূপ ক্ষেত্রে দেনমোহরের অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। আইনের বিধান মতে এটা স্পষ্ট যে তালাক স্বামী বা স্ত্রী যিনিই প্রদান করুক না কেন দেনমোহরের বিষয়টি ভিন্ন।